নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা তিন দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী এবং চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। ফ্রিজে থাকা হিমায়িত ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ট্রান্সমিটার নষ্ট হওয়ায় গত ১৭ অক্টোবর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাসপাতালটি। হাসপাতালের সব ধরনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। পানি না থাকায় দুর্ভোগ আরো বেশি বেড়েছে। বিশেষ করে টয়লেট ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুর্ভোগের শিকার হয়ে অনেকে বাধ্য হয়ে রোগী নিয়ে হাসপাতাল ত্যাগ করছেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়ের চিকিৎসা করাচ্ছিলেন সুমি আক্তার। সোমবার (২০ অক্টোবর) তিনি বলেন, “তিন দিন ধরে কারেন্ট নেই। ভোগান্তি পোহাতে হচ্ছে। গরম ও কারেন্ট না থাকায় মায়ের চিকিৎসা হচ্ছে না। গরমে মা আরো অসুস্থ হয়ে পড়ছেন। এ কারণে বাধ্য হয়ে আজ মাকে বাসায় নিয়ে যাচ্ছি।”
একই অভিযোগ করলেন উপজেলা সদর থেকে রোগী নিয়ে আসা আহসান হোসেন। তিনি বলেন, “হাসপাতালে আসছিলাম সেবা নিতে, এখন দেখি গরমে জীবন যাচ্ছে। কয়েকদিন ধরে কারেন্ট নেই। এ অবস্থায় হাসপাতালে রোগী রাখা যায়?”
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক নার্স বলেন, “আমরা তো নিজেরাই ভয় পাচ্ছি। রোগী যদি অক্সিজেন সাপোর্টে যায়, আমরা কিছুই করতে পারব না। জরুরি যন্ত্রপাতিগুলো একটার পর একটা অচল হয়ে যাচ্ছে।”
মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, “হাসপাতালে বিদ্যুৎ সরবরাহের যে ট্রান্সমিটার রয়েছে সেটি নষ্ট হয়ে গেছে। এজন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। জেনারেটর সচল রাখার চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত ট্রান্সমিটার ঠিক করা হবে।”