গরুর মাংসের ঝোল অন্য খাবারের সঙ্গে মেশানোর অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিজয় ২৪ হলের ক্যান্টিন বন্ধ ঘোষণা করেন প্রাধ্যক্ষ।
এ ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে ক্যান্টিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিজয় ২৪ হলের ক্যান্টিন গরুর মাংসের ঝোল অন্য তরকারির সঙ্গে মেশানো অভিযোগ ওঠে ক্যান্টিন ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনা এর আগেও ঘটেছে। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যান্টিন সাময়িক বন্ধ করে দেন হলেটির প্রাধ্যক্ষ মো. জাহিদূর রহমান। তবে ক্যান্টিন বন্ধ করে দেওয়ায় বাইরে গিয়ে খেতে হচ্ছে। এতে সময় ও ব্যয়- উভয়ই বেড়েছে।
আবাসিক শিক্ষার্থী রাকিবুল ইসলাম মিদুল বলেন, “রবিবারের মধ্যে নতুন ক্যান্টিন চালুর কথা বলা হলেও তা হয়নি। এখন আমাদের অন্য হলে গিয়ে খেতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও কষ্টদায়ক। অনেকেই সকালে খাবার না খেয়েই ক্লাসে যেতে বাধ্য হচ্ছেন।”
কৃষ্ণ কুমার আরেক শিক্ষার্থী বলেন, “যতদ্রুত সম্ভব ক্যান্টিনটি চালু করা প্রয়োজন। অন্য হলে খেতে গিয়ে অনেক ভিড়ের মুখে পড়তে হচ্ছে। গতকাল শনিবার দুপুরে খাবার পেতে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।”
সার্বিক বিষয়ে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ মো. জাহিদুর রহমান বলেন, “আমরা চেষ্টা করছি, এ সপ্তাহের মধ্যেই ক্যান্টিনটি চালু করতে। আগের সমস্যাগুলো যাতে না হয়, সেজন্য একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজে বের করছি। চাইলেই তাড়াহুড়ো করে কাউকে নিয়োগ দেয়া যায়, কিন্তু আমরা চাই শিক্ষার্থীদের সমস্যাগুলো যেন পুনরাবৃত্তি না হয়। আমরা আশাবাদী, এই সপ্তাহের মধ্যেই ক্যান্টিন চালু করতে সক্ষম হব।”