সারা বাংলা

লালন মেলায় ৭৮ মোবাইল ফোন চুরি

আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়া আখড়াবাড়িতে এবার তিন দিনের তিরোধান দিবসের অনুষ্ঠানে মানুষের ঢল নামে। তিরোধান দিবসে এমন জনসমাগম কয়েক দশকে দেখা যায়নি বলে জানিয়েছেন বাউল, সাধক ও লালনভক্তরা। এ সুযোগে সক্রিয় ছিল মোবাইল ফোন চোর, পকেটমার ও জাল টাকা কারবারি একাধিক চক্র। 

কুমারখালী থানায় তিন দিনে ফোন চুরির ঘটনায় অন্তত ৭৮ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও জাল ২১ হাজার ৫০০ টাকাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে র‍্যাব। এ সব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম সোমবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন।

বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব রবিবার (১৯ অক্টোবর) মধ্যরাতে লালন সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয়।

ফোন চুরি ও পকেটমারের ঘটনায় গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কান্দাপাড়ার মৃত আব্দুল হাইয়ের ছেলে শামীম তালুকদার (২৮), নেত্রকোনার বারহাট্টা থানার ডেউপুর উত্তরপাড়ার আব্দুর রহিমের ছেলে সেফায়েত উল্লাহ (১৯), কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ চিথোলিয়ার মৃত রফিকুলের ছেলে মো. সজিব (১৯), মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার মোস্তফার ছেলে রমজান আলী (২৬), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাশেমের ছেলে রাজিব মিয়া (২০), পাবনার চর ভবানীপুর এলাকার বক্করের ছেলে আব্দুল মালেক (২৫), গাইবান্ধার পরেশ তালুকদারের ছেলে মামুন তালুকদার (৫০), কুষ্টিয়ার জালালের ছেলে তানজিম (২০)। জাল টাকার জন্য মো. সবুজকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি কুষ্টিয়ার মিরপুরের আমবাড়ীয়া এলাকার শাজাহান আলীর ছেলে। 

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে সরেজমিন দেখা গেছে, কুমারখালী থানা চত্বর, প্রবেশপথ ও কম্পিউটার অপারেটরের কক্ষের সামনে ভুক্তভোগীদের ভিড়। কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন ইসলাম বলেন, ‘‘শনিবার (১৮ অক্টোবর) লালন মাজারের প্রবেশপথে ভিড় ছিল। বন্ধুরা গলা ধরাধরি করে রেলের মতো যাচ্ছিলাম। হঠাৎ রাত ১০টার দিকে দেখি পকেটে রেডমি নোট ১৪ মডেলের ফোনটি নেই। কোথাও না পেয়ে থানায় জিডি করতে এসেছি।’’ 

কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার স্কুল শিক্ষক পলাশ কুমার বিশ্বাস বলেন, ‘‘শুক্রবার (১৭ অক্টোবর) রাতে লালন মেলায় লাখো মানুষের ভিড় ছিল। সেখানে গিয়ে আমার স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন হারিয়ে গেছে। থানায় জিডি করেছি।’’

লালন স্মরণোৎসবে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলেও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে বলে জানান কুমারখালী থানার পরিদর্শক আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘‘তিন দিনে ৭৮ জনের জিডি আকারে অভিযোগ পাওয়া গেছে। এ সব ঘটনায় জড়িত সন্দেহে ১০-১২ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘‘শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে আখড়বাড়ির প্রবেশপথ থেকে জাল ২১ হাজার ৫০০ টাকাসহ সবুজকে আটক করে র‍্যাব। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’’