খেলাধুলা

বাংলাদেশকে ২০৩ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ সোমবার (২০ অক্টোবর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে। জিততে বাংলাদেশকে করতে হবে ২০৩ রান।

বাংলাদেশের বোলিং তোপে শ্রীলঙ্কার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে হাসিনি পেরেরা ৯৯ বলে ১৩টি চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৮৫ রান। আর অধিনায়ক চামারি আতাপাত্তু ৪৩ বলে ৬টি চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান। এছাড়া নীলাক্ষ্মী সিলভা করেন ১ চার ও ২ ছক্কায় ৩৭ রান।

বল হাতে বাংলাদেশের শর্না আক্তার ১০ ওভারে ৪ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। রাবেয়া খান ৯ ওভারে ১ মেডেনসহ ৩৯ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার।