সারা বাংলা

খুলনায় নারীকে গলা কেটে হত্যা, যুবক আটক

খুলনায় আছিয়া বেগম নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পু‌লিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারি পাড়া মোড়-সংলগ্ন এক‌টি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আছিয়া বেগম ওই এলাকার শহীদ মোড়লের স্ত্রী।  

বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেছেন, আটককৃত মো. হোসেন কাজী নড়াইল সদর থানা এলাকার বা‌সিন্দা রেজা কাজীর ছেলে। তাকে আছিয়ার বা‌ড়ির ছাদে পা‌নির ট্যাংকির মধ্যে থেকে আটক করা হয়। 

তিনি জানান, হোসেন কাজীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, হত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।