সারা বাংলা

চট্টগ্রামে চীনের নাগরিককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই

চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে চীনের নাগরিককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করা হয়েছে। স্থানীয়রা শাকিল ও সাজ্জাদ নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মূল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় চীনের নাগরিক ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে একটি আইফোন ব্যান্ডের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনতা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, এক বিদেশি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।