কর্পোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন একটি শক্তিশালী, স্বচ্ছ এবং টেকসই পুঁজিবাজার গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান।
মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএসই’র ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ‘পুঁজিবাজার মধ্যস্থতাকারীদের কর্পোরেট সুশাসন পরিপালন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “একজন ইন্টারমিডিয়ারি হিসেবে আপনারা পুঁজিবাজারের প্রতিটি স্তরে সঠিক তথ্য প্রদান, প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নিয়ম-নীতি মেনে চলা, স্বচ্ছতা বজায় রাখা এবং নৈতিক মানদণ্ডে অবিচল থাকা—এসবই পেশাগত দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ।”
তিনি আরো বলেন, “এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুশাসন, জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড বিষয়ে আরো গভীর সচেতনতা সৃষ্টি হবে। আশা করি, আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করবেন এবং পুঁজিবাজারে সুশাসনের সংস্কৃতি সুসংহত করতে সক্রিয় ভূমিকা রাখবেন।”
দুই দিনব্যাপী প্রশিক্ষণ কমশালায় বিএসইসি'র পরিচালক মো. আবুল কালাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন কর্পোরেট গভর্নেন্সে আয়ের গুণগত মান, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দ্বারা কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮ অনুসরণের বিষয়,কর্পোরেট সামাজিক দায়িত্ব, আর্থিক প্রতিবেদন প্রণয়নে দায়বদ্ধতা ও নিয়ন্ত্রণে কমপ্লায়েন্স, আর্থিক প্রতিষ্ঠানসমূহের কমপ্লায়েন্স: কোম্পানি সেক্রেটারির ভূমিকা, শেয়ারহোল্ডার ও শেয়ারহোল্ডার সক্রিয়তা এবং কর্পোরেট গভর্নেন্সে প্রকাশ সংক্রান্ত কমপ্লায়েন্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।