দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিকে আজ বুধবার সকালে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিগত কয়েক মাসের মধ্যে এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। খবর আলজাজিরার।
এই ক্ষেপণাস্ত্র এমন এক সময়ে ছোড়া হলো, যার এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ার গিয়োংজু শহরে শুরু হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সেখানে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ নেতারা।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমরা কয়েকটি বস্তুকে শনাক্ত করেছি, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে; এগুলো পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।”
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের সেনাবাহিনী সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদানপ্রদান করছে।”
এর আগে, সবশেষ ৮ মে ও ২২ মে পূর্ব সাগরের উপকূলে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া । তাছাড়া, এ মাসের শুরুতে সামরিক কুচকাওয়াজে হুয়াসং-টুয়েন্টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন দেশটির নেতা কিম জং উন। যেখানে উপস্থিত ছিলেন চীন ও রাশিয়ার শীর্ষস্থানীয় নেতারা।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, এপেক সম্মেলনের আগে বা চলাকালীন উত্তর কোরিয়া বিশ্বকে তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাপ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।