সারা বাংলা

পশুর নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নদীর জয়মনি সাইলো সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, নদীতে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাঁদপাই নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক জানান, পশুর নদীর পূর্ব পাড়ের জয়মনি সাইলো সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।