ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের ঘটনায় স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) উদযাপন হবে।

বুধবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

তিনি বলেন, “আগামী সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে আগে যেভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটি আর থাকছে না। এবার অনেক সীমিত আকারে দিবসটি পালন করা হবে।”

তিনি আরো বলেন, “এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। পরিস্থিতি অনুকূলে এলে পরে সাংস্কৃতিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।”

জোবায়েদ হত্যাকাণ্ড প্রসঙ্গে উপাচার্য বলেন, “আমরা সবাই এই হত্যাকাণ্ডে মর্মাহত। তার হত্যার বিচার দ্রুত সম্পন্নের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে বিষয়টি তদারকির নির্দেশনা দিয়েছি।”

এর আগে, জবি দিবস ২০ অক্টোবর হলেও পূজার ছুটির কারণে ২২ অক্টোবর পালিত হওয়ার কথা ছিল।

গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে তার ছাত্রী বার্জিস শাবনম বর্ষার বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।