বিনোদন

বিচ্ছেদের গুঞ্জন উড়ালেন পূর্ণিমা

কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে ভেঙে গেছে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার সংসার। বুধবার (২২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সেই গুঞ্জনের আগুনে জল ঢাললেন এই অভিনেত্রী। 

ছবিটিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে বসে আছেন পূর্ণিমা। এ ছবিই স্পষ্ট করে যে—বিচ্ছেদের খবরটি নিছক গুজব, এখনো একসঙ্গেই সুখে আছেন তারা। যদিও এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি পূর্ণিমা। 

২০২২ সালে বিয়ে করেন পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। পূর্ণিমার স্বামী রবিন পেশায় বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। 

এর আগে পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট থেকেই শুরু হয় নানা জল্পনা। সেখানে তিনি লিখেছিলেন, “মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই, তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।” 

এই পোস্টের পর অনেকে ধরে নিয়েছিলেন, স্বামী রবিনের সঙ্গে পূর্ণিমার সম্পর্ক ভেঙে গেছে। কিন্তু বুধবারের পোস্টে অভিনেত্রী পরিষ্কার করে দিয়েছেন—সবকিছু ঠিক আছে, তারা এখনো একসঙ্গে আছেন। 

কাজের সূত্র ধরেই পূর্ণিমা ও রবিনের পরিচয়। তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেম, আর সেই সম্পর্কই পরিণয় পায় ২০২২ সালে। 

উল্লেখ্য, আশফাকুর রহমান রবিনের সঙ্গে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে এ সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যাসন্তান। 

বর্তমানে চলচ্চিত্র ও টেলিভিশন উভয় মাধ্যমেই সক্রিয় পূর্ণিমা। পারিবারিক জীবনের পাশাপাশি কাজেও সমান মনোযোগী এই অভিনেত্রী।