পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দোহাই দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
আমান উল্লাহ আমান বলেন, ‘‘আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, জনগণ তাদের প্রতিহত করবে।’’
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি ইসলামী মতাদর্শের দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের জন্য আন্দোলন করছে।
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘কেরানীগঞ্জে চাঁদাবাজ, সন্ত্রাসীর ঠাঁই নেই। কেরানীগঞ্জের কোনো হাট-বাজার থেকে কাউকে চাঁদা দিতে হবে না। কেউ চাঁদা চাইলে তাকে পুলিশে দেবেন। কেরানীগঞ্জ এখন চাঁদাবাজমুক্ত।’’
আমান উল্লাহ আরো বলেন, ‘‘১৬ বছর জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন সময় এসেছে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। তাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।’’ তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক দাউদ শিকদার, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জুয়েল।