বল হাতে যিনি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ভরসা, সেই কাগিসু রাবাদা এবার ব্যাট হাতে লিখলেন ইতিহাস। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি ভেঙে দিলেন ১১৯ বছর পুরোনো রেকর্ড। হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে একাদশ নম্বর ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক।
মাত্র ৩০ বছর বয়সী এই পেসার যখন ক্রিজে নামেন, তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের শততম ওভার চলছে। শেষ ব্যাটার হিসেবেই নামা রাবাদা সেই জায়গা থেকে খেললেন এক অনন্য ইনিংস। ৭২ বলে ৭১ রান, চারটি চার ও চারটি ছক্কায়। তার সঙ্গে ১০ম উইকেট জুটিতে সেনুরান মুথুসামি যোগ করেন ৮৯ রানের ইনিংস। দু’জনে মিলে গড়েন ৯৮ রানের অবিশ্বাস্য পার্টনারশিপ। যা দক্ষিণ আফ্রিকাকে ৪০৪ রানের বড় সংগ্রহে তোলে এবং প্রথম ইনিংসে এনে দেয় ৭১ রানের লিড।
রাবাদার এই ইনিংসেই ভাঙে বার্ট ভোগলারের ১৯০৬ সালে গড়া রেকর্ড। যিনি কেপ টাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৬২ রান। এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে সেই রেকর্ডে নাম লেখালেন রাবাদা।
দক্ষিণ আফ্রিকার হয়ে একাদশ নম্বর ব্যাটারের সর্বোচ্চ ইনিংসসমূহ: কাগিসো রাবাদা - ৭১ রান বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি, ২০২৫), বার্ট ভোগলার - ৬২* রান বনাম ইংল্যান্ড (কেপ টাউন, ১৯০৬), প্যাট সিমকক্স - ৫৪ রান বনাম অস্ট্রেলিয়া (অ্যাডিলেড, ১৯৯৮), মর্নে মরকেল - ৪০ রান বনাম নিউজিল্যান্ড (ওয়েলিংটন, ২০১৭), ডেন প্যাটারসন - ৩৯ রান বনাম ইংল্যান্ড (গেকেবেরা, ২০২০)।
রাবাদা যদিও দক্ষিণ আফ্রিকার রেকর্ড ভেঙেছেন, তবে বিশ্ব রেকর্ডটি এখনও অস্ট্রেলিয়ার অ্যাশটন আগারের দখলে। যিনি ২০১৩ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ রান করেছিলেন। তবে এই তালিকায় রাবাদা আছেন পাঁচ নম্বরে।
টেস্টে একাদশ নম্বর ব্যাটারের সর্বোচ্চ ইনিংস: অ্যাশটন আগার (অস্ট্রেলিয়া) - ৯৮ রান বনাম ইংল্যান্ড (২০১৩), টিনো বেস্ট (ওয়েস্ট ইন্ডিজ) - ৯৫* রান বনাম ইংল্যান্ড (২০১২), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) - ৮১ রান বনাম ভারত (২০১৪), জহির খান (ভারত) - ৭৫ রান বনাম বাংলাদেশ (২০০৪), কাগিসু রাবাদা (দক্ষিণ আফ্রিকা) - ৭১ রান বনাম পাকিস্তান (২০২৫)।