ক্যাম্পাস

ধর্ষণে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থীর বিচার দাবিতে জাবিতে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শ্রীশান্ত রায় নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও নারীদের কটূক্তি এবং দেশজুড়ে চলমান নারীর প্রতি সহিংসতার বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে জাবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) যৌন নিপীড়ন বিরোধী সেল।

এ সময় জাকসুর সমাজসেবা সম্পাদক ও শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক আহসান লাবীব বলেন, “আমরা এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি, যেখানে একজন ছাত্রীকে রেস্টুরেন্টে ধর্ষণ করা হয়। আর তার চিৎকার চাপা দিতে সাউন্ডবক্স চালানো হয়। আমরা দেখেছি আছিয়া নামের একটি শিশুকেও নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু এসব নৃশংস ঘটনার আসামিরা সহজেই জামিনে মুক্তি পেয়ে যায়, যা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।"

শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ান বলেন, “বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ফলে প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো নৃশংস ঘটনা ঘটছে। গত বছরের তুলনায় এ বছর এ ধরনের অপরাধ বহুগুণে বেড়েছে, যা আইন-শৃঙ্খলার অবনতির সরাসরি প্রতিফলন।”

তিনি আরো বলেন, “বর্তমান ইন্টারিম সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের গদিতে বসানোর জন্য গণঅভ্যুত্থান হয়নি; সেই গণঅভ্যুত্থান হয়েছিল এই দেশের বিচারব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। যদি সেই প্রতিশ্রুতি পূরণ না হয়, তবে জনগণ আবারো রাস্তায় নামবে।”

জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, “যেসব সংগঠন মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করেন, তাদের প্রতি আমাদের আহ্বান- আপনারা আপনাদের হিপোক্রেসি বন্ধ করুন। আপনারা সিলেক্টিভ প্রতিবাদ করা বন্ধ করুন। নির্যাতিতের পরিচয়, পোশাক বা ধর্ম নির্বিশেষে সব ঘটনার বিরুদ্ধে এক কণ্ঠে আওয়াজ তুলুন। ন্যায়বিচারের প্রশ্নে আমাদের অবস্থান হতে হবে সর্বজনীন ও নীতিনিষ্ঠ।”

জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, “দেশে নারীর প্রতি সহিংসতার মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। ধর্ষণ, খুন ও নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের সমাজে ন্যায়বিচারের গভীর সংকটের দিকেই ইঙ্গিত করে। অপরাধীরা যখন বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিচারহীনতাই বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়দের মতো স্বঘোষিত ধর্ষক তৈরি করছে।”

তিনি বলেন, “আমরা ইন্টেরিম সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা প্রচলিত আইনকে যথেষ্ট শক্তিশালী করুন, দৃশ্যমান বিচার নিশ্চিত করুন। কোনো গোষ্ঠীর প্রভাবে যেন ন্যায় বিচার বাধাগ্রস্ত না হয়।”