সারা বাংলা

পুলিশকে জখম করে আসামি ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে পুলিশকে জখম করে ছিনিয়ে নেওয়া মূল আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বন্দর থানাধীন সিপিআর গেট সংলগ্ন এলাকায় দুই ছিনতাইকারী এক চীনের নাগরিকের কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করে। তখন উপস্থিত জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে বন্দর থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক দুই ছিনতাইকারী হলো ইমাম হোসেন ও শাহাজাদ হোসেন। পরে পুলিশ আহত অবস্থায় তাদের বন্দর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে পুলিশ সেখানে একজনকে হেফাজতে রেখে চিকিৎসা করাচ্ছিল। 

রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে আসামির ছোট ভাই হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি চমেক হাসপাতালে পুলিশ স্কটের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কনস্টেবল দেলোয়ার হোসেনকে আহত করে এবং চিকিৎসাধীন আসামি ইমাম হোসেনকে ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ আরো জানান, পরে পাঁচলাইশ থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা থেকে আজ বুধবার (২২ অক্টোরব) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে ছিনিয়ে নেওয়া আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলেন, আছমা (২৮), মো. মুন্না (২২), সুমাইয়া আক্তার (২৪), মো. ইমাম হোসেন ওরফে আকাশ (২৫), সোনিয়া আক্তার (২৪), মো. হোসেন (১৯), রাব্বি ওরফে ছোট আকাশ (১৯)। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. ইমাম হোসেনের বিরুদ্ধে ১২টি, মো. হোসেনের বিরুদ্ধে ৬টি এবং রাব্বি ওরফে ছোট আকাশের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।