মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে আব্দুল হালিম মীরের বসতবাড়িতে অভিযান চালিয়ে পাইপগান, ১০০ রাউন্ড শটগানের গুলি ও বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযানে আব্দুল হালিম মীরের চারতলা ভবনে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, ১০০ রাউন্ড শটগানের গুলি, ৩০০টি ককটেল তৈরির কৌটা, একটি চাপাতি, একটি কুড়াল এবং নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযান চলাকালে বাড়ির মালিক আব্দুল হালিম মীর এবং তার দুই ছেলে সোহেল মীর ও শফিকুল মীরকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।