সারা বাংলা

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ভারত সীমান্তসংলগ্ন প্রত্যন্ত এলাকায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকায় গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সকাল পর্যন্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- রনি বিকাশ ত্রিপুরা (৩২), ডেটল বাবু (১৭) এবং রিমন ত্রিপুরা। সুমন বিকাশ ত্রিপুরা নামে আরেকজন পলাতক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরী স্থানীয় কালী মন্দিরে তার এক আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে যায়। এ সময় স্থানীয় চার যুবক পূর্ব পরিচয়ের কারণে কিশোরীকে ডেকে নিয়ে যায়। পরে তারা কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার পুলিশকে জানায়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বোন চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ মামলায় গতকাল বুধবার রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকালই আদালতে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে রিমন ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। পলাতক সুমন বিকাশ ত্রিপুরাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।