খেলাধুলা

১৭ বছরে এই প্রথম কোহলির এমন অস্বস্তিকর রেকর্ড

বিরাট কোহলির ব্যাটিং যেন হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের তারকা ব্যাটার ফের শূন্য রানে সাজঘরে ফিরলেন। আর তাতেই ১৭ বছর পর এমন এক রেকর্ড গড়লেন, যা তিনি নিশ্চয়ই চাননি!

এর আগের ম্যাচে, পার্থে প্রথম ওয়ানডেতেও কোনো রান না করেই আউট হয়েছিলেন কোহলি। ফলে টানা দুই ওয়ানডেতে শূন্য রানে আউট হলেন তিনি। যা তার ১৭ বছরের পুরো ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম। ২০০৮ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এত লম্বা সময়ে কখনোই এমনটা হয়নি।

অ্যাডিলেডে ভারতের ইনিংসের সপ্তম ওভারে ব্যাট করতে নামেন কোহলি। প্রথম তিন বল সাবধানীভাবে খেললেও চতুর্থ বলটি ভেতরে ঢুকে গিয়ে সরাসরি তার প্যাডে লাগে। আম্পায়ারের আঙুল উঠতে দেরি হয়নি। আর কোহলি রিভিউ নেওয়ার কথাও ভাবেননি। মাত্র চার বল খেলেই ফিরে যান প্যাভিলিয়নে।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে কোহলির ফেরাটা ছিল বহুল প্রতীক্ষিত। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার সঙ্গেই তিনি ফিরেছিলেন দলে। কিন্তু এখন পর্যন্ত ছন্দ খুঁজে পাননি।

তবে অ্যাডিলেডের মাঠে কোহলির অতীত রেকর্ড কিন্তু উজ্জ্বলই ছিল। এর আগে এখানকার চার ইনিংসে করেছেন ২৪৪ রান, গড় ৬১। দুইটি সেঞ্চুরি করেছেন। একটি আবার পাকিস্তানের বিপক্ষে, ২০১৫ বিশ্বকাপে। যা ছিল ভারতের হয়ে প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম বিশ্বকাপ শতক।

এখন পর্যন্ত ওয়ানডেতে কোহলির শতক সংখ্যা ৫১। ঠিক যেমন শচীন টেন্ডুলকারের টেস্ট শতকও ৫১। আর একটি সেঞ্চুরি মানে তিনি এককভাবে হয়ে যাবেন যেকোনো ফরম্যাটে সবচেয়ে বেশি শতকের মালিক।

এর আগে পার্থে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া সহজেই জিতেছিল ৭ উইকেটে। সেই জয়ে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। আজ দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে ভারত আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করেছে। সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৬৫ রান।