সারা বাংলা

নোয়াখালীতে শিবির-যুবদল সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবির এবং যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। দুই পক্ষ একে অন্যকে দায়ী করে মামলাগুলো করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার (২২ অক্টোবর) মামলাগুলো হয়।

পুলিশ জানায়, গত রবিবার বিকেলে নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে যুবদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতি মো. ফারুক হোসেন বাদী হয়ে জামায়াত ও শিবিরের ১৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০–২০০ জনকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা করেন।

অপরদিকে, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার আইন সম্পাদক নাঈম হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ২০০-২১০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।