সারা বাংলা

পুরোনো গাড়ি বদলে উন্নত দেশের ব্যবহৃত গাড়ি আমদানির প্রস্তাব

দেশের সড়কে শৃঙ্খলা ফেরানো ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ফিটনেস বিহীন গাড়িগুলো প্রত্যাহার করে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “ইংল্যান্ড ও জাপানে ৭ বছর হয়ে গেলে তাদের গাড়িগুলো রিডানড্যান্ট (ব্যবহারের অনুপযোগী হিসেবে গণ্য) করে। ওইসব গাড়ি কিন্তু আমাদের দেশে নতুন গাড়ির মতোই। আমরা যদি ওইসব গাড়ি স্বল্প টাকায় আমদানি করতে পারি, তাহলে আমরা পুরাতন গাড়িগুলো রিফ্লেক্স করে নতুন গাড়ি নামালে রাস্তার সৌর্ন্দয্য আসবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। সবার সহযোগিতায় আমরা এই কাজ করার চেষ্টা করে যাচ্ছি।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও বিআরটিএ অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ বলেন, “রাস্তায় ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর ও কালোধুয়া যুক্ত গাড়িগুলোকে ড্যাম্প (অপসারণ) করে ফেলব, কোন বাঁধা মানব না। কারণ এসব গাড়ি মানুষের ক্ষতি করে। তবে ড্যাম্পিং করতে গেলে বিপুল পরিমাণ গাড়ি চলে যাবে। এই গাড়িগুলোর চাহিদা মানুষের আছে, তা না হলে রাস্তায় চলত না।”

তিনি বলেন, “ডাম্পিং প্রক্রিয়া শুরু হলে বিপুল সংখ্যক গাড়ি রাস্তা থেকে সরে যাবে। ফলে পরিবহনের ক্ষেত্রে চাহিদা তৈরি হবে। এই চাহিদা পুরণের জন্য যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক, তাদের জন্য স্বল্প মুনাফা ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। যাতে আমরা নতুন গাড়ি দিয়ে আমাদের চাহিদা পুরণ করতে পারি।”

বিআরটিএ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন লোককেও প্রশিক্ষণ ছাড়া লাইসেন্স দেব না। অর্থ্যাৎ ৬০ ঘণ্টা প্রশিক্ষণে আমরা একটি সিলেবাস তৈরি করে ফেলেছি। সেই প্রশিক্ষণ বাধ্যতামূল করা হবে। সেটা শেষ করার পর লাইসেন্সের পরীক্ষা দিতে পারবে। সম্প্রতি আমরা একটা পরীসংখ্যান করেছি। ১ হাজার চালকের মধ্যে ৭০ শতাংশের চোখ খারাপ। এখন আমরা সবাইকে একটা সিস্টেমে আনার চেষ্টা করছি।”

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবারের মাঝে ৮০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাইজস্ট্রেট মো. আনিসুর রহমান, বিআরটিএর উপ-পরিচালক হেমায়েত উদ্দিন, রাজশাহী বিআরটিএ এর সহকারী পরিচালক ফয়সাল হাসান, জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক শাহজামান হক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপে সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।