বিনোদন

সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে: ফারিয়া

ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এতদিন নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকতেন। তবে তুলনামূলক এখন কাজ কমিয়ে দিয়েছেন। স্বভাবে অনেকটা—ঠোঁটকাটা। যার কারণে প্রায় সময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। 

সমকালীন বিষয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ফারিয়া। এবার জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। তাতে ফারিয়া লেখেন, “সৌম‍্যর এত প্রশংসা করবেন না, নজর লাগবে! জাস্ট ‘ভালো ছিল কিন্তু আরো ভালো করতে হবে।’ খেলা দেখি নাই, হাইলাইটস দেখলাম।” 

মজার ছলে দেওয়া ফারিয়ার এই পোস্টে এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে আড়াই হাজারের বেশি। নেটিজেনদের অনেকে রসিকতা করে মন্তব্য করেছেন। মিরু নামে একজন লেখেন, “আপনার মন্তব্য ভালো ছিল, কিন্তু আরো ভালো করতে হবে।” 

সাগর নামে একজন লেখেন, “এই জন্যই বাংলাদেশ জিতছে। আপনি এখন থেকে শুধু হাইলাইটস দেখবেন।” এ মন্তব্য ফারিয়ারও দৃষ্টিগোচর হয়েছে। জবাবে এ অভিনেত্রী লেখেন, “আমি খেলা দেখাই বন্ধ করে দিসি! বুক ব‍্যথা করে, মাথা ব্যথা করে টেনশনে! নিজেরটা খেয়ে ওদের খেলা দেখে অসুস্থবোধ করার কোনো মানে হয় না।” 

ফারিয়ার এই মন্তব্যের সঙ্গে অসংখ্য নেটিজেন সহমত পোষণ করেছেন। কেউ কেউ তাদেরও বেদনার কথা জানিয়েছেন প্রিয় নায়িকাকে।