আন্তর্জাতিক

ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পরে একটি বাসে আগুন ধরে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোররাতে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে,  বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আরো অনেকে আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, বেসরকারি সংস্থার মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সংঘর্ষের পর বাসের সামনে আটকে যায় মোটরসাইকেলটি। ওই অবস্থায় কিছু দূর যাওয়ার পরেই আগুন ধরে যায় বাসটিতে। দুর্ঘটনার সময় অনেক যাত্রীই ঘুমিয়েছিলেন। তবে বাসে আগুন ধরেছে বুঝতে পারার পরেই তাদের অনেকে জানলা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচান। কিন্তু অনেকেই বাইরে বেরোতে পারেননি। বাসে আগুন লাগার পরেই ঘটনাস্থল থেকে পালিয়েছেন চালক।

যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাসটি প্রায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।