ওয়ানডে সিরিজ শেষে টি-২০ সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামে সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ক্যারিবীয় দল চট্টগ্রামের টিম হোটেল রেডিসন ব্লুতে এসে পোঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে একই হোটেলে আসে বাংলাদেশ দল।
দুই দলকেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে টিম হাটেলে পৌঁছে দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ, র্যাবসহ একাধিক নিরাপত্তা সংস্থার গাড়িবহর।
এর আগে গতকাল বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে অধিনায়ক লিটন কুমার দাসসহ একাধিক ক্রিকেটার চট্টগ্রামে আসেন।
আগামী সোমবার (২৭ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে। একই মাঠে সিরিজের পরের দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর (বুধবার ও শুক্রবার)। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
চট্টগ্রামের কন্ডিশনকে মাথায় রেখে টি-টোয়েন্টি দলে পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজে দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতিকে দেখা গিয়েছিল। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেক বাঁহাতি স্পিনার খারি পিয়েরে।