খেলাধুলা

রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ

বাংলাদেশি তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন যেন হয়ে উঠেছেন দলের নতুন ভরসা। মিরপুরের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার জাদুকরী পারফরম্যান্সে ফিরেছে বাংলাদেশের পুরনো ছন্দ, ফিরেছে হাসিও। দীর্ঘ ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। আর সেই জয়ের নেপথ্যে সবচেয়ে উজ্জ্বল নাম রিশাদ হোসেন।

সিরিজ নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার মিরপুরে বল হাতে আবারও আগুন ঝরালেন এই ২২ বছর বয়সী লেগস্পিনার। ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্তে তুলে নিলেন ৩ উইকেট। সিরিজের প্রথম ম্যাচেই ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। দ্বিতীয় ম্যাচে যোগ করেন আরও ৩টি শিকার। সব মিলিয়ে তিন ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে গড়লেন ইতিহাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বের যেকোনো স্পিনারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন রিশাদের।

এই রেকর্ডের আগের মালিক ছিলেন বিশ্বের দুই নামকরা লেগস্পিনার অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের রশিদ খান। দুজনই ১১ উইকেট করে নিয়ে ভাগ করে নিয়েছিলেন শীর্ষস্থান। কিন্তু মিরপুরে রিশাদের ঝড়ো পারফরম্যান্সে সেই রেকর্ড এখন এককভাবে বাংলাদেশের তরুণ তারকার দখলে।

তবে এখানেই শেষ নয়। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন রিশাদ দ্বিতীয়। তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশেরই মোস্তাফিজুর রহমান। যিনি ২০১৫ সালে ভারতের বিপক্ষে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে অমর কীর্তি গড়েছিলেন।

রিশাদের নাম এখন সেই তালিকায় মোস্তাফিজ, ভাসবার্ট ড্রেকস ও মাশরাফি বিন মুর্তজার পাশে।

বল হাতে যেমন সফল, ব্যাট হাতে তেমনি কার্যকর অবদান রেখেছেন এই তরুণ অলরাউন্ডার। তার সাহসী পারফরম্যান্সেই বাংলাদেশ পেয়েছে প্রতীক্ষিত সিরিজ জয়, আর তিনি নিজে হয়েছেন ‘সিরিজসেরা’।