ভারতীয় অভিনেত্রী কঙ্কনা নিজে তার নামের সঙ্গে মা ও বাবা দুইজনের পদবি ব্যবহার করেন। জানা যায়, যখন তার চার-পাঁচ বছর বয়স, তখন মা অপর্ণা সেন ও বাবা মুকুল শর্মা তাকে পদবি বেছে নিতে বললে অভিনেত্রী দুইজনের পদবিই গ্রহণ করেন।
কঙ্কনা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘‘আমার মা-বাবা আমাকে পদবি বেছে নিতে বলেন। আমি ভাবি, দুইজনের পদবি রাখলেই তো হয়। তারপর সারা জীবন ধরে একটা বড় নাম নিয়ে ঘুরছি। যদিও ‘সেন’টা আমার মায়ের বাপের বাড়ির পদবিও নয়। আসলে আমার মা-বাবা কিংবা আমার ঠাকুরদা-ঠাকুরমা, সবাই খুব প্রগতিশীল ছিলেন এ বিষয়ে। কোনও দিন সমস্যা হয়নি।’’
এবার নেটিজেনদের পছন্দ কঙ্গনার সন্তানের পদবি কী হবে? কঙ্কনা সেন শর্মা ও রণবীর শোরের একমাত্র সন্তান হারুণ। কঙ্কনা ও রণবীরের বিচ্ছেদ হয়ে গেছে বেশ কয়েক বছর হল। যদিও যৌথ অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন তারা।
ছেলের নামের পদবি প্রসঙ্গে কঙ্কনা বলেন, “আমরা আপাতত ‘শোরে’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আর যদি হারুণ ওর বাবা-মা দুইজনের পদবি নিতে চায়, তা হলে ওর নামটা শেষই হবে না। আমি তাকে বলেছি পরে চাইলে মাঝে আরও একটি পদবি যোগ করতে পারে। কিন্তু ততক্ষণ পর্যন্ত, হারুণ শোরেই রাখি।”