ক্রিকেট ইতিহাসে হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যান সেঞ্চুরির হাফ-সেঞ্চুরি করতে পেরেছেন। সেই তালিকায় নতুন সংযুক্তি রোহিত শর্মা। আজ শনিবার সিডনিতে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০৫ বলে ১১টি চার ও ২ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির মাধ্যমে তিন ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়ালো ৫০ এ। ওয়ানডের বাইরে টেস্টে ১২টি ও টি-টোয়েন্টিতে ৫টি সেঞ্চুরি রয়েছে তার।
ক্যারিয়ারে ৫০টি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা সর্বোমট ছিল ৯ জন। এই তালিকায় রোহিত হলেন নাম্বার টেন।
শুধু তাই নয়, আজ সেঞ্চুরির মাধ্যমে রোহিত ছাড়িয়ে গেছেন বীরেন্দর শেবাগের মোট রান সংখ্যাও। ক্যারিয়ারে শেবাগের করা ১৫ হাজার ৭৫৮ রান টপকে গিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান করা ওপেনার হন হিট ম্যান।
ক্যারিয়ারে শচীন ১০০টি, কোহলি ৮২টি, রিকি পন্টিং ৭১টি, কুমার সাঙ্গাকারা ৬৩টি, জ্যাক ক্যালিস ৬২টি, জো রুট ৫৮টি, হাশিম আমলা ৫৫টি, মাহেলা জয়াবর্ধনে ৫৪টি, ব্রায়ন লারা ৫৩টি ও রোহিত ৫০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।