সারা বাংলা

ময়মনসিংহে লটারির মাধ্যমে কৃষক বাছাই 

ময়মনসিংহে কৃষি প্রণোদনা বিতরণে লটারির মাধ্যমে কৃষক বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা হলরুমে লটারি মাধ্যমে তিনটি ইউনিয়নের কৃষক বাছাই করা হয়।  

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী, উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আরডিও আবু তালহাসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী জানান, লটারির মাধ্যমে চরনিলক্ষীয়া, খাগডহর এবং দাপুনিয়া ইউনিয়নের ১৫০০ কৃষক বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি আটটি ইউনিয়নে লটারি অনুষ্ঠিত হবে। 

তিনি আরো জানান, সদর উপজেলার সাড়ে ৫ হাজারের মতো কৃষক বিনামূল্যে সার, গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম এবং পেঁয়াজ বীজ পাবেন। এ সকল লাভজনক ফসল চাষে কৃষকদের আগ্রহী করতে সরকার প্রণোদনারা মাধ্যমে উৎসাহিত করছে।