সারা বাংলা

যশোরের ইজিবাইক চালক হত্যা মামলার আসামি শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার

যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আশরাফুল ইসলাম আশাকে (৪০) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

আসামি আশরাফুল যশোর জেলা সদরের শেংকরপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ অভিযানে যশোর কোতয়ালী মডেল থানার ইজিবাইক চালক জাহিদুল হত্যা মামলার আসামি আশা গ্রেপ্তার হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম আশা যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৮ অক্টোবর জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলামের মধ্যে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা হয়েছিল। এতে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

এ নিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানার আশ্রম রোড সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে তাদের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশা ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠ দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করেন। এতে সে মাটিতে পড়ে যান।

পরে গুরুতর আহতাবস্থায় আশা নিজেই ইজিবাইকে করে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে সেখানে রেখে পালিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জাহিদুলের ছোট ভাই বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে আসামি আশাকে গ্রেপ্তার করে।