সারা বাংলা

খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘পাহাড় ডিঙ্গিয়ে উঠব মোরা, শিক্ষার মশাল জ্বেলে’ স্লোগানে শনিবার (২৫ অক্টোবর) সকালে ভাইবোনছড়ার ছোটবাড়িপাড়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ভাইবোনছড়া উপ-আঞ্চলিক শাখা ও সচেতন ত্রিপুরা নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড এর সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম।

অনুষ্ঠানে এসএসসি-২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পাহাড়ের প্রতিটি শিক্ষার্থীই আমাদের সম্পদ। শিক্ষা মানুষকে শুধু জ্ঞানের আলোয় আলোকিত করে না, এটি তাকে দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে।