সারা বাংলা

জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রংপুরে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ কর্মসূচি করেছে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রংপুর টাউনহল চত্বর থেকে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সম্পাদক অধ্যাপক মাহবুব রহমান বেলাল, রংপুর মহানগর আমির এটিএম আজম খান প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতেই নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে নভেম্বরের মধ্যেই দিতে হবে গণভোট। একইসঙ্গে পিআর পদ্ধতি বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

অন্যথায় শহীদ আবু সাঈদের রংপুর থেকে দাবিগুলো বাস্তবায়নে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জামায়াত নেতৃবৃন্দ।