অন্য দুনিয়া

মানুষ উড়তে পারবে ঘণ্টায় ১০০ কিলোমিটার

মানুষের ওড়ার ইচ্ছা বহু-বহু দিনের। সেজন্যই মানুষ পাখির মতো ডানা চায়। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ডানা না পেলেও ব্যাকপ্যাক পরে উড়ে থাকতে পারবে মানুষ। 

চীন তৈরি করেছে মানুষের জন্য ফ্লাইং ব্যাকপ্যাক। এই ব্যাকপ্যাক ব্যবহার করে মানুষ প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারবে। ফ্লাইং ব্যাকপ্যাক পরে সমতল থেকে ১ হাজার ৫০০ মিটার উচ্চতায় ওড়া যাবে। এর মাধ্যমে শুরু হলো ব্যক্তিগত উড়োজাহাজের নতুন যুগ। 

শহরে ভ্রমণ, উদ্ধার অভিযান ও বিনোদনে ব্যবহারযোগ্য হবে এই ফ্লাইং ব্যাকপ্যাক। 

উল্লেখ্য, গত শতকে মানুষের অন্যতম আবিষ্কার ছিল উড়োজাহাজ। এই আবিষ্কারের মাধ্যমে পাখির মতো মানুষেরও আকাশে ওড়ার স্বপ্ন পূরণ হয়েছে। দেশ-বিদেশে যাতায়াত সহজ হয়েছে। মজার ব্যাপার হলো পাখি থেকে উদ্বুদ্ধ হয়েই উড়োজাহাজের আকার তৈরি। 

সূত্র:  ওয়ার্ল্ড ইন লাস্ট টুয়েন্টি ফোর