ক্যাম্পাস

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

‎রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে আনন্দ র‍্যালি বের হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ায় এসে জড়ো হয়ে কেক কাটা ও ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব শীর্ষক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।‌

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেরোবি রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবিসাস উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান, যমুনা টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, একাত্তর টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ, এখন টেলিভিশন রংপুর ব্যুরো প্রধান মোকাররম হোসেন প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে বলেন, “আমি প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, প্রশাসন সাংবাদিক সমিতির সঙ্গে আছে, ছিল এবং থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সাংবাদিক তৈরি হবে এটাই প্রত্যাশা।”

‎তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্ত চিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। সাংবাদিকদের উচিত হবে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যাতে সমাজে আস্থা ও সচেতনতা গড়ে ওঠে।

২০১৪ সালের ২৬ অক্টোবর ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১২তম বর্ষে পদার্পণ করল সংগঠনটি।