ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটন চলছেই। শনিবার রাতে চেলসি ২-১ গোলে হেরেছিল সান্ডারল্যান্ডের কাছে। আর লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল ব্রেন্টফোর্ড।
আজ রোববার (২৬ অক্টোবর) রাতে ম্যানচেস্টার সিটিও অঘটনের শিকার হয়েছে। তাদের ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের ১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ভিলার ম্যাটি ক্যাশ। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা।
এই হারে ৯ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ম্যানসিটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে আছে ৬ পয়েন্টে। অন্যদিকে অ্যাস্টন ভিলা ১৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থান থেকে উঠে এসেছে সপ্তম স্থানে।
এটা ছিল ভিলার টানা চতুর্থ জয়। অন্যদিকে ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে টানা তৃতীয় জয়। এই ম্যাচে কেবল ম্যানসিটি জয় পায়নি তেমন না, আরলিং হালান্ডও এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় দ্বিতীয়বার গোল করতে ব্যর্থ হয়েছেন।