রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহতের নাম আবুল কালাম (৪৫)। তার বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।
এই দুর্ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিনেতা সিয়াম আহমেদও সেই ক্ষোভের স্রোতে নিজের অবস্থান জানান দিয়েছেন। রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তিনি লিখেন, “ঢাকা মেট্রোরেল ট্র্যাজেডির ভয়াবহতা আমাকে অসাড় করে তোলে এবং সত্যি বলতে বীতশ্রদ্ধ করে। আমরা অবকাঠামো নির্মাণের জন্য ট্যাক্স দিই, যা আমাদের জীবনকে উন্নত করবে—ধ্বংস করবে না। অথচ আমার টাকায় এমন কিছু তৈরি করা হয়েছে, যা এক পরিবারের প্রিয়জনের জীবন কেড়ে নিয়েছে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া সমালোচনা করে সিয়াম আহমেদ লেখেন, “পরিহাসটা খুবই যন্ত্রণাদায়ক—অন্য দেশে আপনি দুর্ঘটনাবশত রেললাইনের ওপর পড়ে যেতে পারেন। কিন্তু এই অভিশপ্ত দেশে রেললাইন ও তার টুকরো আকাশ থেকে আপনার ওপর পড়ে যায়! এটি কোনো সৃষ্টিকর্তার কাজ নয়, এটি গাফিলতির মারাত্মক পরিণতি। অথচ সংশ্লিষ্ট সবাই দাবি করবে, তারা ‘ভুলভাবে তৈরি করেনি’, ‘চেক করতে ভুলেনি’, কিংবা ‘দায় এড়ায়নি’।”
জবাবদিহিতার দাবি জানিয়ে সিয়াম আহমেদ লেখেন, “আমাদের শুধু সমবেদনা নয়, এর চেয়ে অনেক বেশি কিছু প্রয়োজন। এই বিশাল ব্যর্থতার জবাব ও জবাবদিহিতা আমাদের দরকার।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সিয়ামের এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে, যেখানে অনেকে অভিনেতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন—“জবাবদিহি ছাড়া উন্নয়ন কোনোদিন নিরাপদ হয় না।”