কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভৈরব রেলস্টেশনে রেলপথ অবরোধ করে রাখেন তারা।
এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর চালক ট্রেন ছাড়তে চাইলে অবরোধকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনের পাঁচ যাত্রী আহত হয়েছেন।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, ‘‘অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে অপ্রীতিকর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ট্রেনের কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে শুনেছি।’’
ভৈরব জেলা বাস্তবায়ন আন্দোলনের নেতা সাইফুর রহমান শাহরিয়ার বলেন, ‘‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’’
আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার মেঘনা নদীতে নৌপথ অবরোধ করা হবে।
এর আগে, রবিবার ভৈরবের দুর্জয় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ব্লকেড করেন বিক্ষোভকারীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।