সারা বাংলা

কমিটমেন্টের ভিত্তিতে জোটবদ্ধ হতে পারে এনসিপি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘‘এনসিপি এখনো সিদ্ধান্ত নেয়নি কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হবে কি না। যদি হয় এই কমিটমেন্টের ভিত্তিতে হবে—যারা জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য কাজ করবে। সামগ্রিকভাবে বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী যাদের অবস্থান। এই অবস্থান যাদের সুদৃঢ় থাকবে তাদের সঙ্গে এনসিপি জোটবদ্ধ হতে পারে।’’

সোমবার (২৭ অক্টোবর) মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন কি না? এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এনসিপির কোনো সমস্যা নেই। কিন্তু, তার পূর্বে সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেটুকু না করলেই নয়—জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা, দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া একটা বড় অংশ যেন কার্যকর আমরা দেখতে পারি এই বিষয়গুলো দেখানো। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন স্বাধীন সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনে এনসিপির কোনো সমস্যা নেই।’’

এ সময় এনসিপি মানিকগঞ্জ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাহিদ তালুকদারের সভাপতিত্বে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, মানিকগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুর রহমান মুরাদ, মাসুম খান, শফিকুল ইসলাম, গালিবুর রহমান গালিব প্রমুখ উপস্থিত ছিলেন।