ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় ইচলাদী টোল প্লাজাসংলগ্ন এলাকায় চলন্ত বিআরটিসি বাসে (ব্রাহ্মণবাড়িয়া ব -১১-০০০৪) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী এলাকার দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বেলা পৌনে একটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হয়। পথিমধ্যে উজিরপুরে টোল প্লাজার কাছে পৌঁছালে যাত্রীরা বাসের পেছনে ধোঁয়া দেখে চিৎকার দেন। এ সময় দ্রুত বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নেমে যান।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিআরটিসি বাসের যাত্রী রফিকুল ইসলাম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, চলন্ত বাসের পিছনে বসে অপর এক যাত্রী ধূমপান করছিল। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।