ক্যাম্পাস

শনিবারের মধ্যে বেরোবি ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা

‎আগামী শনিবারের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো:শওকাত আলী।

মঙ্গলবার (‎২৮ অক্টোবর) দুপুরে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, “কারা ভোটার হতে পারবে আর কারা পারবে না, এ বিষয়গুলো নিয়ে আলোচনা করে আগামী শনিবারের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। ছাত্র সংসদ নির্বাচন আমরা প্রশাসন থেকে চেয়েছিলাম।”

তিনি আরো বলেন, “এটা যেন অনুমোদিত হয় সেজন্য আমরা প্রশাসন থেকে সোচ্চার ছিলাম। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হয়ে ছাত্র সংসদ চালু হোক, এটাই সবার প্রত্যাশা।”

‎মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের গেজেট প্রকাশ হয়েছে। এতে আমরা আনন্দিত। ছাত্র সংসদের জন্য আমরা অনেক আন্দোলন করেছি। আমার চাওয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন স্বল্প সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নিবাচনের আয়োজন করে।”

‎এদিকে, নীতিমালা অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

‎এ সময় তিনি বলেন, “বেরোবি ছাত্র সংসদের নীতিমালায় রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন দিয়েছেন। আমি শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছিলাম ৩১ অক্টোবর এর মধ্যেই আমাদের নীতিমালা পাস হবে। সেটি নির্ধারিত সময়ের আগেই পাশ হয়েছে। আমরা এখন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।”

‎তিনি আরো বলেন, “খুব দ্রুতই সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হবে। কমিশন গঠনসহ বিভিন্ন কারিগরি প্রস্তুতি নিতে হবে।”

‎তবে চলতি বছরের মধ্যেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান উপাচার্য।

মতবিনিময় সভায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।