নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন দলটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রোরেল স্টেশনের পাশে মার্কেটসংলগ্ন সড়কে মঞ্চ স্থাপন করে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
তারা আরো বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে; তা না হলে আগের কমিশনের মতো একই পরিণতি বরণ করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকেও।”
সমাবেশ শেষে মিছিলসহ নির্বাচন কমিশনের সামনে যায় জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। পাঁচ দফা দাবি বাস্তবায়নে নির্বাচন কমিশনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।”
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরাও মিছিল নিয়ে আগারগাঁওয়ে আসেন। পরে দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন।
জামায়াতের স্মারকলিপিতে গণভোট ছাড়াও রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের স্বাধীনতা, ধর্মীয় অধিকার সংরক্ষণ, অর্থনৈতিক সংস্কার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।