খেলাধুলা

অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১২৫ রানেই গুটিয়ে গেল ভারত

প্রথম টি-টোয়েন্টি গিয়েছিল বৃষ্টি পেটে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। মেলবোর্নে ভারত টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি। অজিদের বোলিং তোপে ১৮.৪ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়েছে তারা।

ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুইজন আজ দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা ৩৭ বলে ৮টি চার ও ২ ছক্কায় খেলেন ৬৮ রানের ইনিংস। এরপর অলরাউন্ডার হরষিত রানা ৩৩ বলে ৩টি চার ও ১ ছক্কায় খেলেন ৩৫ রানের ইনিংস। বাকিদের রান ছিল- ৫,২,১,০,৭,৪,০,০,০।

বল হাতে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ৪ ওভারে ১৩ রানে ৩টি উইকেট নেন। নাথান এলিস ৩.৪ ওভারে ২১ রানে ২টি ও জাভিয়ের বার্টলেট ৪ ওভারে ৩৯ রানে নেন ২টি উইকেট। মার্কাস স্টয়েনিস ৪ ওভারে ২৪ রানে নেন ১টি উইকেট।