সারা বাংলা

রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

পার্বত্য জেলা রাঙামাটিতে হাজারো পূণ্যার্থীর সমাগমে অনুষ্ঠিত হলো রাজবন বিহারের ৪৯তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রাজবন বিহার মাঠ প্রাঙ্গণে কঠিন চীবর দানসহ নানাবিধ দান সম্পন্ন হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতব্যাপী তুলা থেকে সুতা কেটে রংকরণ এবং ২৪ ঘণ্টার মধ্যে এ বেইন (বিশেষ পরিধেয় বস্ত্র) বুনন করা হয়।

চীবরদান অনুষ্ঠানে আসা পূর্ণলতা চাকমা জানান, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে চীবর তৈরি দান করা হয়। কঠিন পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে এই দান করা হয় বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। মূলত দানের মাধ্যমে নিজের অহংকারকে হালকা করা এবং পূণ্য লাভের আশায় এটি করা হয়।

এদিকে চীবর দানোৎসব উপলক্ষে রাজবন বিহার এলাকায় গ্রামীণ মেলা বসেছে। মেলায় সারাদেশ থেকে কুটির ও হস্তশিল্পের পণ্য নিয়ে লোকজন অংশ নিয়েছেন।

রাঙামাটি রাজবন বিহারে সর্বপ্রথম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয় ১৯৭৬ সালে। সেই থেকে প্রত্যেক বছর রাঙামাটি রাজবন বিহারসহ তিন পার্বত্য জেলার রাজবন বিহারের শাখাসমূহে বিশাখা প্রবর্তিত নিয়মে কঠিন চীবর দানোৎসব সম্পাদন করা হয়ে থাকে।