হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের কাছে সাত উইকেটে হেরে সিরিজ হারল জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের মালা গলায় তুলেছে সফরকারীরা।
মাত্র ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান জিতেছে দুই ওভার বাকি থাকতে। ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত থেকে খেলেছেন দায়িত্বশীল ইনিংস। করেছেন ৫১ বলে ৫৭ রান। যা দলের জয় নিশ্চিত করতে ছিল মূল স্তম্ভ। ৩ উইকেট হারিয়ে ১২৯ রানে পৌঁছেই আফগানরা নিশ্চিত করে সিরিজ জয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই চাপে পড়ে যায়। পুরো ইনিংসেই তারা তাল খুঁজে পায়নি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে অলআউট হয়ে থামে ১২৫ রানে। অধিনায়ক সিকান্দার রাজা খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস। টনি মুনইঙ্গা করেন ১৯, আর ব্রায়ান বেনেট যোগ করেন ১৬ রান। কিন্তু নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বড় জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।
আফগান বোলাররা ছিলেন নির্মম। রশিদ খান আগুন ঝরানো বোলিংয়ে মাত্র তিন ওভারে ৯ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। তাকে চমৎকার সঙ্গ দেন মুজিব উর রহমান ও আবদুল্লাহ আমাদজাই। তারা দুজনই নেন ২টি করে উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ কার্যত দম বন্ধ হয়ে পড়ে।
আগামী রবিবার হারারেতে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ম্যাচটি এখন জিম্বাবুয়ের জন্য কেবল সম্মান রক্ষার লড়াই।