আন্তর্জাতিক

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৯ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশের মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে শনিবার একাদশী উপলক্ষে অনেক ভক্তের সমাগম হয়েছিল। কী থেকে হুড়োহুড়ি শুরু হয়, কেন এই বিপর্যয়, তা নো স্পষ্ট নয়।

শ্রীকাকুলামের জেলা প্রশাসক জানিয়েছেন, মন্দিরে ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আরো তিন জনের মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আট জন নারী ও এক জন শিশু।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, একাদশীর পুজা দিতে একই সময়ে এত বেশি সংখ্যক ভক্ত মন্দিরে চলে এসেছিলেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই একসঙ্গে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করেন। তার ফলে এই বিপর্যয় বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে ভীড়ের মধ্যে অন্য কোনো ঘটনা ঘটেছিল কি না, জানা যায়নি। 

কাসিবুগ্গার ডিএসপি লক্ষ্মণ রাও জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে।