সারা বাংলা

কুড়িগ্রামে এক মাসে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জব্দ করা পণ্যগুলো হলো—গবাদী পশু (গরু ও মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল এবং মোবাইল ফোন।

গতকাল ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীন নারায়নপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪০০ গজ ভিতরে মাস্টার পাড়া থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। 

বিজিবি জানিয়েছে, কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও পণ্য পাচার রোধে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় গত এক মাসে ২ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হয় বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানিয়েছেন, সম্প্রতি কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও এর আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।