সারা বাংলা

ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে গৃহবধূকে বেঁধে ডাকাতি

বাসা ভাড়া নেওয়ার জন্য একজন পুরুষ ও দুইজন নারী খুলনা নগরীর সদর থানাধীন ৯নং গলির বিকে মেইন রোডস্থ পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া বাজার এলাকার একটি বাড়িতে যান। সেখানে বাসা দেখার এক পর্যায়ে গৃহবধূর কাছে পানি খেতে চান তারা। কথা-বার্তায় জানতে পারেন বাসায় গৃহবধূ ছাড়া কেউ নেই। এ সুযোগ বেছে নেয় বাসা ভাড়া নিতে আসা তিনজন। 

তারা পিস্তল ঠেকিয়ে গৃহবধূর মুখে টেপ লাগিয়ে এবং ওড়না দিয়ে বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেয়। সবমিলিয়ে ১ লাখ ৮২ হাজার টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। 

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ ডাকাতি সংঘটিত হয়। পরের দিন গৃহকর্তা চয়ন কুমার মণ্ডল বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তাৎক্ষণিক অভিযান শুরু করে। শনিবার (১ নভেম্বর) ভোরে নগরীর খানজাহান আলী রোডস্থ গ্লাক্সোর মোড় মসজিদ গলিতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুটকৃত কিছু নগদ টাকা, মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

শনিবার (০১ নভেম্বর) দুপুরে খুলনা সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। এ সময় সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন, বাগেরহাটের সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের আমির আলীর ছেলে আরিফ হাসান রাসেল (২৯), মোরেলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের শাহাদাৎ হোসেনের মেয়ে মারিয়া আক্তার মুন্নি (১৯) ও খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মুক্তিবানী সংস্থা ও গিলবোর্ড সংলগ্ন দাউনিয়াফাদ গ্রামের সনজিত রায়ের স্ত্রী কলি পান্ডে (৪৫)। তারা নগরীর খানজাহান আলী রোডস্থ গ্লাক্সোর মোড় মসজিদ গলি এলাকায় বসবাস করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাসা দেখতে আসা তিনজন বাড়িতে গৃহবধূ ছাড়া কেউ না থানার সুযোগে দরজা বন্ধ করে দেয়। পরে ড্রয়ারে থাকা নগদ ৬২ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল, দুটি স্বর্ণের আংটি, মোবাইল ফোন নিয়ে যায়। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।  

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, ‘‘দুর্বৃত্তরা বাড়ি ভাড়া নেওয়ার নাম করে অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে বাড়ি মালিকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।’’