আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোটে যাওয়ার কথা জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে কাদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে তিনি বলেছেন, ‘‘সংস্কারের পক্ষে যারা আছে, যারা ২৪ পরবর্তী জনআকাঙ্ক্ষা গড়তে চায়; তাদের সঙ্গে আমাদের জোট হবে।’’
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির দলীয় কার্যক্রম আরো গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘বিএনপি আমাদের বলে জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি; তার মানে আমরা ঠিক পথেই আছি। আবার ডানপন্থিরা বলত আমরা বামপন্থি, পরে বামপন্থিরা বলে আমরা নাকি ডানপন্থি; তারমানে আমরা মধ্যপন্থি।’’
তিনি আরো বলেন, ‘‘দ্রুত গণভোটের আদেশ দিতে হবে এবং সেটা দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের। এখন আবার কেউ কেউ বলছে, চু্প্পুর (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) হাত থেকে আদেশ নিতে হবে। যদি চুপ্পুর হাত থেকে জুলাই সনদের আদেশ নিতে হয়, তাহলে আমাদের সকলের বিষ খেয়ে মরে যাওয়া উচিত।’’
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।