সারা বাংলা

নবীনগরে গুলিবিদ্ধ ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে তিনজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশের একটি হোটেলে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন, আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন ও চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের বাসিন্দা শিপনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর শত্রুতা চলছিল। গতকাল রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশের একটি হোটেলে খাবার খেতে যান। এ সময় রিফাত তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠান। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিপন বাহিনী ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরেই শত্রুতা চলছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে।