খেলাধুলা

নারী বিশ্বকাপের প্রাইজমানি কত?

৮ দল। ৩১ ম‌্যাচের প্রতিযোগিতা। মহা আয়োজনের মহা সমাপ্তির অপেক্ষা। ব‌্যাট-বলের রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ রোমাঞ্চের দোরগোড়ায়।

আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের নাভিতে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় মুখোমুখি দুই ফাইনালিস্ট।

ভারত এর আগে দুইবার ফাইনাল খেলেও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার এটি প্রথম ফাইনাল। ফলে ক্রিকেট বিশ্ব নতুন এক বিশ্ব চ‌্যাম্পিয়ন পেতে যাচ্ছে।

ফাইনাল যারা জিতবে তারা কত প্রাইজমানি পাবে? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আকর্ষণীয় ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও লরা উলভার্ট ফটোসেশন করেছেন। স্টেডিয়ামের ছাদে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করে তাদের ফটোসেশন করানো হয়। এর বাইরে প্রাইজমানি নিয়ে যত আলোচনা।

জানা গেছে, এবারের বিশ্বকাপ প্রাইজমানির দিক দিয়ে ছাড়িয়ে গেছে আগের সব টুর্নামেন্টকে। নতুন চ‌্যাম্পিয়ন দলের হাতে উঠবে রেকর্ড অর্থ। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৪ কোটি ৩৪ লাখের বেশি। আরা চোখের জলকে সঙ্গী করে যারা রানার্সআপ হবে তাদের ব‌্যাংক অ‌্যাকাউন্টে যাবে ২২.৪০ লাখ মার্কিন ডলার বা ২৭ কোটি টাকা।

২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১৩.২০ লাখ বা ১৬ কোটি টাকা। রানার্সআপ ইংল‌্যান্ড পেয়েছিল ৬ লাখ ডলার বা ৭ কোটি টাকার বেশি।

এবারের নারী বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি ৪৯ লাখ টাকার বেশি।

বিশ্বকাপে মাত্র এক ম্যাচ জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ের কারণে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে। এক ম‌্যাচ জিতে ৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন‌্য ৩৫ লাখ টাকা ও অংশগ্রহণের জন‌্য ২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন জ‌্যোতিরা।