আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির এটি সর্বশেষ লঙ্ঘন। 

রবিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা লেবানন নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার (১ সেপ্টেম্বর) নাবাতিহ জেলার কাফার্সির শহরে স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে ‘নির্দেশিত ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আরো তিনজন আহত হয়েছেন। 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ‘স্থায়ী শান্তির জন্য আলোচনার প্রস্তাব’ দেওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলা বৃদ্ধির অভিযোগ করার একদিন পর এই হামলা চালানো হলো।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েল প্রতিশোধমূলক যুদ্ধ শুরু করলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের উপর হামলা শুরু করলে এই সংঘাত শুরু হয়। এক বছরেরও বেশি সময় ধরে লড়াইয়ের পর, ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধবিরতি সত্ত্বেও, ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করেছে এবং প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। 

ইসরায়েল হামলা অব্যাহত থাকায় লেবাননে প্রায় এক বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে।

ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবে বেসামরিক নাগরিক, উদ্ধারকারী ও সাংবাদিকরাও নিহত হয়েছেন। জাতিসংঘের মতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে ‘স্থায়ী শান্তি’ আলোচনার আহ্বান জানান। তবে তার অভিযোগ, আলোচনার আহ্বানের জবাবে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়েছে।

ইসরায়েল দাবি করেছে, লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতির পক্ষে তাদের অবস্থান বজায় রাখেনি।

হিজবুল্লাহ অস্ত্র ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এদিকে, উত্তেজনা বৃদ্ধির আরেকটি লক্ষণ হিসেবে, আউন এই সপ্তাহের শুরুতে লেবাননের সশস্ত্র বাহিনীকে দক্ষিণ লেবাননে যেকোনো নতুন ইসরায়েলি হামলা মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সৈন্যরা সীমান্তবর্তী শহর ব্লিদায় প্রবেশের কয়েক ঘন্টা পর এই আদেশ জারি করা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি সৈন্যরা টাউন হলে হামলা চালিয়ে পৌরসভার কর্মী ইব্রাহিম সালামেহকে হত্যা করেছে, যিনি সেখানে ঘুমাচ্ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্যই টাউন হলে অভিযান চালানো হয়েছিল। ইসরায়েলের দাবি, তাৎক্ষণিক হুমকির জবাবে সৈন্যরা গুলি চালিয়েছে। তবে তারা বিস্তারিত তথ্য বা কোনো প্রমাণ দেয়নি।