দিনাজপুরে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আমন ধানের ক্ষতি হয়েছে।
জেলা আবহাওয়া অফিস বলছে, রবিবারের (২ নভেম্বর) পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে দিনাজপুর জেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু হয়। শীতও পড়তে শুরু করেছে। মানুষ প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছে না। তবে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি এবং ঝড়ে ধান মাটিতে শুয়ে পড়ে ক্ষতি হয়েছে। আর কয়েক দিন পর ধান কাটা ও মাড়াই শুরু হবে। ইতোমধ্যে অনেকে কাটা শুরু করেছে।
নিম্ন আয়ের মানুষ ভ্যান-রিকশাচালক, কুলি-মজুর ও শ্রমিকরা বিপাকে পড়েছে। এই বর্ষায় কাজ না করতে পেরে সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে।
জেলা শহরের রিকশা চালক রহিম উদ্দিন বলেন, ‘‘কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। থামার ভাব দেখছি না। কামাই নাই। যাত্রী পাচ্ছি না। তাহলে চলব কী করে?’’
জেলার হিলি বন্দর শহরের ভ্যানচালক মমিনল ইসলাম বলেন, ‘‘আমার ভ্যানে ছাদ নেই। লোকজন ওঠে না। বৃষ্টির কারণে সব এলোমেলো। দিন চলানো কঠিন হয়ে পড়েছে।’’
একজন পথচারী বলেন, ‘‘কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। বাড়ির বাহিরে বের হওয়া যাচ্ছে না। বৃষ্টি হলেও সংসারের তো চাহিদা আছে। বৃষ্টিতে ভিজে কী আর কাজ করা যায়?’’
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, কয়েক দিন ধরে এই অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে। গরমের তীব্রতা অনেক কমে গেছে। গত পরশুদিন (৩১ অক্টোবর) জেলায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। শনিবার (১ নভেম্বর) এবং আজ (২ নভেম্বর) আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে-মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, ‘‘আশা করছি, আজ-কালের মধ্যে আকাশ পরিষ্কার হবে।’’